খাগড়াছড়ির রামগড়ে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পেয়েছেন আরো ৬৫টি ভূমিহীন,গৃহহীন ও ছিন্নমূল পরিবার। বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের ২য় ধাপে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রামগড় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। উপজেলা নির্বাহী অফিসার(ভাঃ)মানস চন্দ দাস জানান, ‘বাংলাদেশে একজনও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ধারাবাহিকতায় রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে আরো ৬৫পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে। রামগড় উপজেলাতে সর্বমোট ৫৪১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারিভাবে ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।আরো জানান, এই পর্যায়ে রামগড় উপজেলার ৬৫টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ৩৭টি, ১ নম্বর রামগড় ইউনিয়নে ২৩টি ও ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ৫টি নির্মিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) মানস চন্দ দাস ছাড়াও অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, প্রকল্প সচিব (পিআইও) নজরুল ইসলাম,২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম(আলমগীর),১নং রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহ-আলম মজুমদার সহ সরকারী কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক,সাংবাদিক সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত