• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার দুই পক্ষের বিরোধে বাজারে আগুন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরকল উপজেলায় কমিটি ঘোষণা রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ লক্ষ্মীছড়ি কলেজে শিক্ষক পরিষদ গঠন সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”  প্রায় ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে কেপিএম মিল গুইমারা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠিত খাগড়াছড়িতে বই পড়া কর্মসূচি-২৪ সম্পন্ন রাঙামাটিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর গোয়ালন্দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন 

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার’স কাপ ফুটবল ফাইনাল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: / ৫৭৪ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ পূর্তিকে সম্মান জানিয়ে ঘোষণা করা হয়েছে মুজিব বর্ষ l এই মাহেন্দ্রক্ষণকে আরো স্মরণীয় রাখতে জোন কমান্ডারস্ কাপ ফুটবল টুনামেন্ট এর ফাইনাল ম্যাচ ০৮ মার্চ ২০২১ তারিখে লক্ষীছড়ি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে জোন কমান্ডারস্ কাপ ফুটবল টুনামেন্টটি শুরু হয়েছিল গত জানুয়ারি ২০২০ তারিখ হতে। উক্ত টুনামেন্ট এর ফাইনাল খেলা কোভিড-১৯ পরিস্থিতির জন্য স্থগিত রয়েছিল। উক্ত খেলায় সর্বমোট ১৮ টি দল অংশগ্রহন করেছিল।

 এই ফাইনাল খেলায় লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেলঃ মোঃ জাহাংগীর আলম, পিএসসি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং নতুন আগত জোন কমান্ডার লেঃ কর্ণেলঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জোন উপ-অধিনায়ক মেজর মোঃ রিসালাত রাজীব, পিএসসি, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন ও অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
চুড়ান্ত এই খেলায় দেওয়ানপাড়া একাদশকে তিন শূণ্য গোলে হারিয়ে লক্ষীছড়ি সদর একাদশ বিজয়ী হয়েছে।

লক্ষীছড়ি জোন কর্তৃক চ্যাম্পিয়ন দলকে নগদ ২০,০০০.০০ টাকা, রানারআপ দলকে নগদ ১০,০০০.০০ টাকা এবং ৩য় হতে ৮ম স্থান অর্জনকারী প্রত্যেক দলকে পুরুষ্কৃত করা হয়। শ্রেষ্ঠ খেলোয়াড় এবং শ্রেষ্ঠ গোলদাতা প্রত্যেককে নগদ ২,০০০.০০ টাকা করে পুরুষ্কার প্রদান করা হয়l

লক্ষ্মীছড়ি উপজেলার আপামর জনসাধারণ সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ