খাগড়াছড়িতে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শেষ মূর্হুতের প্রচার প্রচারণায় মেয়র প্রার্থীরা’সহ কাউন্সিলর প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আগামী ১৬জানুয়ারী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবারের নির্বাচনে চুড়ান্ত ভাবে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৪জন মেয়র প্রার্থী, এরা হলেন খগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের নির্মলেন্দু চৌধুরী,স্বতন্ত্র প্রার্থী ও গত দুবারের মেয়র পদের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী বর্তমান নির্বাচিত মেয়র রফিকুল আলম,বিএনপির ধানের শীষ প্রতীকের ইব্রাহিম খলিল ও বর্তমান সরকারের সংসদীয় বিরোধী দলের জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ফিরোজ আহমেদ।এদিকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোট ৩৯জন কাউন্সিলর।
খাড়াছড়ি পৌরসভার এক নম্বর ওয়াডে কাউন্সিলর পদে কেউ প্রতিদ্বন্ধিতা না করায় বর্তমান কাউন্সিলর অতিশ চাকমা বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।অন্যদিকে ১,২,৩ সংরক্ষিত ওয়াডের মহিলা কাউন্সিলর’সহ খাগড়াছড়ির পৌরসভার মোট নয়টি ওয়াডের মধ্যে ৮টি ওয়াডে ৩৯জন নারী পুরুষ কাউন্সিলর পদে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন।তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এবারের খাড়াছড়ি পৌরসভার নির্বাচনে জাতীয় পাটির মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদের কোনও প্রচার প্রচারণা কিংবা নির্বাচনী পোস্টারও চোখে পড়েনি।
যথারীতি জাতীয় নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসারে আজ রাত ১২টা থেকে ১৬জানুয়ারী পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরণের প্রচার প্রচারণা মিছিল মিটিং সমাবেশে বিধি নিষেধ রয়েছে।
এবারে পৌর নির্বাচনে নয়টি ওয়াডের মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৩৭হাজার ৮৭জন।এর মধ্যে পুরুষ ২০হাজার ৩৫১জন ও মহিলা ভোটার ১৬হাজার ৭৩৬জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮টি।