• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
মহেশখালীতে RB24 ফাউন্ডেশন কর্তৃক মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার খাগড়াছড়ি জেলা জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়িতে জামায়াত নেতৃবৃন্দের সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ এখনো অনিশ্চিত:  তবুও শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ রাঙ্গামাটিতে স্বাস্থ্যসেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান  পদ্মা যমুনায় নাব্যতা সংকটে বিপাকে জাহাজ চলাচল  রাঙামাটিতে কমলা চাষে সফল সুদত্ত চাকমা রামগতিতে জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত লংগদুতে মহিলা দলের বর্ধিত সভা

খাগড়াছড়িতে পর্যটন শিল্প উন্নয়নে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সুধী সমাবেশ

স্টাফ রিপোর্টার: / ১৯৩ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩

খাগড়াছড়ির পর্যটন শিল্পের উন্নয়ন, মানসম্মত হোটেল-মোটেল ও বিদেশি পর্যটকদের দৃষ্টি ফেরাতে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পার্বত্য জেলার পর্যটন শিল্প উন্নয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান।

এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক (পিপিএম)’র সভাপতিত্বে ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম ডিভিশনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, পিপিএম-সেবা, খুলনা-বরিশাল ডিভিশনের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পিপিএম (বার),খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এর পুলিশ সুপার (প্ল্যানিং ও অপারেশন) সরদার নুরুল আমিন সহ টুরিস্ট পুলিশ, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় খাগড়াছড়ি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্প বিকাশে মানসম্মত হোটেল মোটেল গড়ে তুলতে ভূমির সংকট, বিদেশি পর্যটকদের আকর্ষণে ব্যর্থতাসহ নানা ভৌগলিক প্রতিবন্ধকতা রয়েছে। এ শিল্পকে বিকশিত হিসেবে গড়ে তুলতে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে এসব সংকট উত্তরণের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা।

সমাবেশ থেকে, পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিতে পরিবহন, খাবার ও আবাসিক হোটেল মালিকদের নির্দেশনা দেয়া হয়। এ ছাড়া সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন প্রয়োগ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ