খাগড়াছড়ির পর্যটন শিল্পের উন্নয়ন, মানসম্মত হোটেল-মোটেল ও বিদেশি পর্যটকদের দৃষ্টি ফেরাতে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পার্বত্য জেলার পর্যটন শিল্প উন্নয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান।
এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক (পিপিএম)’র সভাপতিত্বে ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম ডিভিশনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, পিপিএম-সেবা, খুলনা-বরিশাল ডিভিশনের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পিপিএম (বার),খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এর পুলিশ সুপার (প্ল্যানিং ও অপারেশন) সরদার নুরুল আমিন সহ টুরিস্ট পুলিশ, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় খাগড়াছড়ি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্প বিকাশে মানসম্মত হোটেল মোটেল গড়ে তুলতে ভূমির সংকট, বিদেশি পর্যটকদের আকর্ষণে ব্যর্থতাসহ নানা ভৌগলিক প্রতিবন্ধকতা রয়েছে। এ শিল্পকে বিকশিত হিসেবে গড়ে তুলতে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে এসব সংকট উত্তরণের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা।
সমাবেশ থেকে, পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিতে পরিবহন, খাবার ও আবাসিক হোটেল মালিকদের নির্দেশনা দেয়া হয়। এ ছাড়া সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন প্রয়োগ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত