খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গায় গরীব অসহায় ও দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জুনাব আলী ফাউন্ডেশন।
শনিবার সকালে পানছড়ি উপজেলার লোগাং, উল্টাছড়ি ও মাটিরাঙ্গার বিভিন্ন প্রত্যন্ত পল্লিতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জুনাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
এসময় বক্তারা শীতার্থদের সাহায্যার্থে সমাজের বিত্তবানসহ সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ।
অনুষ্ঠানে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঈসমাইল নবী শাওন, বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারী ছাদেকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য সাহেব আলী, ফজলুর রহমানসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।