স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় প্রতিবছরের ন্যায় পালন করেছে গুইমারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১০ জানুয়ারি সকালে মহানায়কের ফেরার সেই ঐতিহাসিক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী মেম্বার, আবু তাহের, সমীরন পাল, আওয়ামী লীগ নেতা সুইমং মারমা, শেখ হাফিজুর রহমান, রুস্তম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল, যুবলীগ নেতা ইখতিয়ারউদ্দিন চৌধুরী পলাশ, মাসুদ রানা,ছাত্রলীগ সভাপতি আনন্দ সোমসহ দলীয় নেতাকর্মীবৃন্দ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে এবার উৎসব-উদ্দীপনার সঙ্গে দিবসটি উদ্যাপিত হওয়ার কথা কিন্তু করোনা মহামারির কারণে সীমিত পরিসরে পালিত হয়েছে।
উল্লেখ্য যে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।