• মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরকলে ছাত্র অধিকার পরিষদ’র ভূষণছড়া ইউনিয়ন কমিটি গঠিত প্রণোদনা ও আইন দিয়েও ঠেকানো যাচ্ছেনা লামা-আলীকদমে জ্যামিতিক হারে বাড়ছে তামাক চাষ রামগড় ৪৩ বিজিবির অভিযানে চারশ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত দীঘিনালায়  জাতীয় ভোটার দিবস পালিত পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মহালছড়িতে পালিত হলো জাতীয় ভোটার দিবস-২০২৫ আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নবাবপুর ইউপি চেয়ারম্যান’র দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তিতে খতমে কুরআন ও দোয়া মাহফিল পানছড়িতে ৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

পোশাক রপ্তানির নামে চট্টগ্রাম বন্দরে ৩ বছরে দেড়শো কোটি টাকা পাচার !

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ২০১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

পোশাক রপ্তানির আড়ালে ৩ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় দেড়শো কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছেন শুল্ক গোয়েন্দারা। মূলত পণ্যের দাম কম দেখিয়ে ১৯টি প্রতিষ্ঠান এ অর্থ পাচার করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে সংস্থাটি। এর ফলে দেশের বাইরে ভাবমূর্তি সংকটের শঙ্কায় রপ্তানিকারকরা এবং নতুন বাজার হারানোর ভয়ও রয়েছে।

এতদিন আমদানি পণ্যের দাম কম দেখিয়ে শুল্ক ফাঁকির চেষ্টা করতো একশ্রেণির আমদানিকারক। এবার রপ্তানি পণ্যের ক্ষেত্রেও এমন কারসাজির তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এক্ষেত্রে নথি জালিয়াতি ছাড়া চালানেই পণ্যের আসল দাম গোপন করা হয়েছে।

রপ্তানি করা প্রতি পিস শার্টের মূল্য দেখানো হয়েছে তিন টাকা আর প্যান্ট মাত্র দুই টাকা। অথচ এগুলোর প্রকৃত মূল্য ১৫০ থেকে ২৫০ টাকার বেশি। বাড়তি টাকা সংশ্লিষ্ট দেশে গ্রহণ করে সেখানেই রেখে দিচ্ছে এসব ব্যবসায়ী।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, ৩ বছরে ৪৪২টি চালানে অন্তত ১৪৭ কোটি টাকা পাচার করেছে ঢাকা ও চট্টগ্রামের ১৯টি প্রতিষ্ঠান।

অনুসন্ধানে জানা গেছে, মূলত কারখানা থেকে স্টক লটের পোশাক কিনে তা রপ্তানি করে এমন কারসাজি চলছে। এসব চালানের গন্তব্য ছিল দুবাই।

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, এতে বিদেশে ভাবমূর্তি সংকটে পড়বেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। চালান শুল্কায়নের সময় মূল্যের বিষয়ে ব্যাংকগুলোর অবহেলা রয়েছে বলেও মনে করছে তারা। এজন্য বেসরকারি কনটেইনার ডিপোতে স্ক্যানার বসানোর সুপারিশ তাদের।

১৯টি প্রতিষ্ঠান ছাড়া আর কেউ জালিয়াতিতে জড়িত কিনা তা-ও খতিয়ে দেখছেন শুল্ক গোয়েন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ