বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকছড়িতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা কমিটি।
রবিবার (১০ জানুয়ারী) বিকাল ৪ টায় উপজেলা প্রেস ক্লাব হল রুমে সংগঠনের উপজেলা সভাপতি মানবতাবাদী সুভাষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানবতাবাদী এম.এ. কবির আশ্রফ এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আতিউল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, উপজেলা গ্রাম ডাক্তার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রমজান আলী প্রমূখ।
সভায় অতিথিদের আসন গ্রহন শেষে ফুলেল শুভেচ্ছায় বরণ নেন মানবাধিকার কমিশনের সদস্যরা।। পরে পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
সভায় বক্তব্যকালে অতিথিরা মানবাধিকার কমিশনের কার্যক্রম তুলে ধরে বলেন, সরকারের পাশাপাশি মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। দেশের মানুষের মানবাধিকার নিশ্চিত হলে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন হবে এবং গ্রামের অসহায়, সহজ- সরল মানুষ নিজের অধিকার আদায়ে এখনো কোথাও না কোথাও কম-বেশী প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই, প্রতিটি মানুষ তার প্রাপ্ত অধিকার অনায়াসে ভোগ করুক। আর এতে কাজ করবে মানবাধিকার কমিশন।
মানুষের অধিকার নিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন আজ দেশব্যাপি কাজ করছে। গ্রামের অসহায়, সহজ- সরল মানুষ নিজের অধিকার আদায়ে এখনো কোথাও না কোথাও কম-বেশী প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই, প্রতিটি মানুষ তার প্রাপ্ত অধিকার অনায়াসে ভোগ করুক। পরে অনুষ্ঠানের সভাপতি সুভাষ চক্রবর্তীর বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।