• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

দীঘিনালায় বাবুছড়া ইউপিতে ভোটগ্রহণ আগামীকাল

মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি) / ১৪৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

মো. মহাসিন মিয়া, দীঘিনালা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ৫ নং বাবুছড়া ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল।

১৭ জুলাই মঙ্গলবার সকালে ভোটকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে উপজেলা নির্বাচন অফিস। দূর্গম নাড়াইছড়ি ভোট কেন্দ্রের জন্য একদিন আগেই হেলিকপ্টার যোগে পৌছে দেয়া হয়েছে নির্বাচন সামগ্রী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের।

ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত বাবুছড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন এবং পুরুষ সাধারণ সদস্য পদে ৩০ জন সহ মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউপিতে ৬ হাজার ৪২০ জন পুরুষ ও ৫ হাজার ৯৭০ জন নারী ভোটারসহ মোট ১২ হাজার ৩৯০ জন ভোটার রয়েছে।

এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতিক) প্রার্থী দেয়া হলেও জানাযায়, এখন পর্যন্ত আঞ্চলিক সংগঠনগুলোর কোনো সমর্থন আসেনি।

দুর্গম এলাকার ও ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ে সহিংসতার আশঙ্কা ও ভোটাররা আতঙ্ক ও উৎকণ্ঠায় থাকলেও মাঠে কঠোর অবস্থানে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে দীঘিনালা থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রেস বিফিং করা হয়েছে। প্রেস বিফিংয়ে উল্লেখ করা হয়, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ সহ নির্বাচনী শৃঙ্খলা রক্ষার্থে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার বাবুছড়া ইউপিতে ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ শৃঙ্খলা রক্ষার্থে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়োজিত থাকবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মুহাম্মদ সাহেনসা লতিফুল খায়ের বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে সকল ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে। অবাধ সুষ্ঠু ও সফল নির্বাচনের লক্ষ্যে কঠোর থাকবে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আশা করি আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবো।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ