মো. মহাসিন মিয়া, দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ৫ নং বাবুছড়া ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল।
১৭ জুলাই মঙ্গলবার সকালে ভোটকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে উপজেলা নির্বাচন অফিস। দূর্গম নাড়াইছড়ি ভোট কেন্দ্রের জন্য একদিন আগেই হেলিকপ্টার যোগে পৌছে দেয়া হয়েছে নির্বাচন সামগ্রী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের।
ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত বাবুছড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন এবং পুরুষ সাধারণ সদস্য পদে ৩০ জন সহ মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউপিতে ৬ হাজার ৪২০ জন পুরুষ ও ৫ হাজার ৯৭০ জন নারী ভোটারসহ মোট ১২ হাজার ৩৯০ জন ভোটার রয়েছে।
এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতিক) প্রার্থী দেয়া হলেও জানাযায়, এখন পর্যন্ত আঞ্চলিক সংগঠনগুলোর কোনো সমর্থন আসেনি।
দুর্গম এলাকার ও ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ে সহিংসতার আশঙ্কা ও ভোটাররা আতঙ্ক ও উৎকণ্ঠায় থাকলেও মাঠে কঠোর অবস্থানে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে দীঘিনালা থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রেস বিফিং করা হয়েছে। প্রেস বিফিংয়ে উল্লেখ করা হয়, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ সহ নির্বাচনী শৃঙ্খলা রক্ষার্থে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার বাবুছড়া ইউপিতে ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ শৃঙ্খলা রক্ষার্থে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়োজিত থাকবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মুহাম্মদ সাহেনসা লতিফুল খায়ের বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে সকল ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে। অবাধ সুষ্ঠু ও সফল নির্বাচনের লক্ষ্যে কঠোর থাকবে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আশা করি আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবো।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত