রাজবাড়ী জেলা শহরে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসা করতে গিয়ে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃত সাংবাদিক পরিচয়ধারী মাদক কারবারিরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকার এবিএম গোলাম মোস্তফা’র ছেলে আবু সাইদ বিন মোস্তফা (২৫) ও একই উপজেলার গোড়লা এলাকার মো. মোয়াজ্জেম ইসলাম এর ছেলে মো. সুমন ইসলাম(২৫)।
জানাযায়, শনিবার (১৩ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মো. মোতালেব হোসেন, এএসআই মো. কাশেম মিয়া সঙ্গীয় ফোর্সসহ জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় হোটেল পার্ক (আবাসিক হোটেল) এর সামনে পাকা রাস্তার উপর হতে ১৫ বোতল ফেনসিডিল সহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত প্রেস স্টিকার লেখা একটি HERO HUNK মোটর সাইকেল, আবু সাইদ বিন মোস্তফা এর ব্যবহৃত একটি দৈনিক সন্ধ্যা বাণী পত্রিকার PRESS লেখা আইডি কার্ড সহ হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে আবু সাইদ বিন মোস্তফা সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদকব্যবসা করে আসছিল বলে স্বীকার করে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস