• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযান মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা অনুষ্টিত নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে- অধ্যক্ষ আলী আলম আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে শতবর্ষের ঐতিহ্য,পাহাড়ের মাচাংঘর দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: দুই শতাধিক পাহাড়ি-বাঙালি পেলেন চিকিৎসা সেবা খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব কাপ্তাই শিশু নিকেতনে ভূমিকম্প ও  অগ্নিকান্ড বিষয়ক  মহড়া অনুষ্ঠিত  রামগড়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার ফেসবুকে মানহানিকর ভিডিও দেওয়ার জন্য  কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি’র থানায় জিডি গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা যশোরে শার্শার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক দীঘিনালায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২ জন

আগামী দিনে বান্দরবানকে শিক্ষিত নগরীর হিসেবে গড়ে তোলা হবে- বীর বাহাদুর

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ১০৯৩ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবান জেলাকে আগামী দিনে শক্তিশালী শিক্ষিত নগরীর হিসেবে গড়ে তোলা হবে। যাতে আগামীতে নতুন প্রজন্মরা সুশিক্ষিত হয়ে এই জেলাকে সুনাম বয়ে আনবে। সুশিক্ষিত হয়ে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে জাতি, রাষ্ট্র ও সমাজের উপকারে আসে। তাই লেখাপড়া করে আগামীতে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বান্দরবান জেলা সদরে অরুণ সারকী টাউন হলে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এসব মন্তব্য করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব নুরল আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠান শেষে বান্দরবান জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬৩ লাখ টাকাসহ তিন পার্বত্য জেলা মোট ২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী একান্ত সচিব আশীষ বড়ুয়া সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলু রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, সহকারী প্রকৌশলী মো. এরশাদ, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর মুকশেদুল আমীন, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ