• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বিপন ত্রিপুরাকে সভাপতি ও দীপক ত্রিপুরা কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত গোয়ালন্দে  খাজনা আদায়ে বাঁধার ও চাদার দাবী অভিযোগে সংবাদ সম্মেলন কাপ্তাইয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান রামগড় স্বাস্থ্যকমপ্লেক্সে পানির ফিল্টার ও সোলার প্যানেল প্রদান রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরন কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিকল্প আয়ের মাধ্যমে জলাশয়ের মাছের ভারসাম্য রক্ষার উদ্যোগ শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে…. চরমোনাই পীর রাজবাড়ীতে প্রবাসীকে কুঁপিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার লংগদুতে ৩৭ বিজিবির জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষকে সংর্বধনা

খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার: / ১৪৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

 

পার্বত্য খাগড়াছড়ির দুর্গম জনপদে চিকিৎসা ববঞ্চিত দু:স্থ, অসহায় পাহাড়ি জনগনের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে গুইমারা রিজিয়নের অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত দুর্গম নাইক্যা পাড়া আর্মি ক্যাম্পের অধীন কুকিছড়া পাড়া এলাকায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সোমবার সকালের দিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কৌশিক জাহান পিএসসি, জি। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিয়া আহমেদ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ৪৫০ জন পাহা‌ড়ি জনগনকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়। একই সময়ে শতাধিক পাহাড়ী জনগনের মাঝে কম্বল বিতরন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কৌশিক জাহান।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কৌশিক জাহান ব‌লেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক বজায় রাখার আহবান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তারই অংশ হিসেবে দুর্গম এ পাহাড়ী জনপদে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন ককরা হচ্ছে। আগামী‌তেও এ ধারা অব্যহত থাক‌বে ব‌লে জানান তিনি।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙ্গা সেনা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ