• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
লংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের কর্ম অভিজ্ঞতা ও ত্রৈমাসিক সভা লংগদুতে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে

বান্দরবানে উপজেলা ভিত্তিক ভলিবল টূর্ণামেন্ট ২০২৫-এর দ্বিতীয় পর্বের খেলা উদ্বোধন

অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ / ১৩৬ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

 

বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত উপজেলা ভিত্তিক ভলিবল টূর্ণামেন্ট ২০২৫-এর দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে। ২৬ শে জানুয়ারি ২০২৫ দিনব্যাপী  রোয়াংছড়ি শিশুপার্ক মাঠে এই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেজর এমএম ইয়াসিন আজিজ,রোয়াংছড়ি সাব জোন কমান্ডার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর এমএম ইয়াসিন আজিজ বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, এটি মানসিক প্রশান্তি ও সামাজিক স্থিতিশীলতার মাধ্যম। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি নেতৃত্ব গড়ে তোলে, শৃঙ্খলার শিক্ষা দেয় এবং জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে কোনো সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেস ক্লাবের সভাপতি চহ্লামং মার্মা ও সম্মিলিত ক্রীড়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আলম। আরও উপস্থিত ছিলেন ভলিবল রেফারি ও ডিএসএর নির্বাহী সদস্য মংচিং প্রু নজি, সহ-সভাপতি নিনি প্রু, রাজেশ দাশ, সাংগঠনিক সম্পাদক উক্যসিং, নির্বাহী সদস্য মো. ইমতিয়াজ, প্রিয়তোষ দে এবং মংপু মাষ্টার।

এই টুর্ণামেন্টে রোয়াংছড়ি জোনে প্রতিদ্বন্দ্বিতা করছে রোয়াংছড়ি, বান্দরবান সদর ও রুমা উপজেলার ৫টি দল। গত বছর থেকে শুরু হওয়া এই টুর্ণামেন্টটি তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। খেলোয়াড়রা নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণে ভূমিকা রাখবে।

টুর্ণামেন্টটির ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান আগামী ২৮ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ