পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবান জেলাকে আগামী দিনে শক্তিশালী শিক্ষিত নগরীর হিসেবে গড়ে তোলা হবে। যাতে আগামীতে নতুন প্রজন্মরা সুশিক্ষিত হয়ে এই জেলাকে সুনাম বয়ে আনবে। সুশিক্ষিত হয়ে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে জাতি, রাষ্ট্র ও সমাজের উপকারে আসে। তাই লেখাপড়া করে আগামীতে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বান্দরবান জেলা সদরে অরুণ সারকী টাউন হলে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এসব মন্তব্য করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব নুরল আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠান শেষে বান্দরবান জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬৩ লাখ টাকাসহ তিন পার্বত্য জেলা মোট ২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী একান্ত সচিব আশীষ বড়ুয়া সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলু রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, সহকারী প্রকৌশলী মো. এরশাদ, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর মুকশেদুল আমীন, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত