• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
কাপ্তাই বিএসপিআই এ কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীদের গণমিছিল  মাটিরাঙার বড়নালে ঐতিহ্যবাহী ‘ধ’ খেলায় মেতেছে মারমা জনগোষ্ঠি রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক     

নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা

ডেস্ক নিউজঃ / ১৭০ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজঃ

গুইমারাতে গত ২০ থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হযেছে। নির্বাচন কমিশনের পরিপত্রের মারপ্যাঁচে ভোটার হওয়ার যোগ্য হযেও বাঙালি ভোটার নিবন্ধন তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে অনেকে।

গত ২১ /০৮/২৪ ইং তারিখে নির্বাচন কমিশনের পরিপত্র নং ১৭.০০.০০০০.০২৬.৩২.০১২.২৩.৩০৮ অনুসরণ করতে গিয়ে গুইমারা উপজেলার অনেক বাঙালীরা ভোটার নিবন্ধন এ অন্তর্ভূক্ত হতে পারছেনা।

দূর্গম পাহাড়ি এলাকায় পরিপত্রের অজুহাত কোন কোন ক্ষেত্রে মুসলিম বাঙালী মহিলাদের কাবিননামা না থাকার কারণেও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরিপত্রের বি ক্যাটাগরির ৩ ও ৪ ক্রমিকে বাবা মায়ের( এ এফ আই এস) এবং স্হায়ী বাসিন্দার সনদ চাওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। এ শর্তের বেড়াজালে আটকে যাচ্ছে অনেক নতুন ভোটার নিবন্ধনে আগ্রহীরা।

বড়পিলাক গ্রামের শহীদুল ইসলাম জানান তার স্ত্রী সখিনা আক্তারের পিতামাতার জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরেও কাবিননামা না থাকায় ভোটার নিবন্ধন করেনি বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চাইথোয়াই মারমা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাইথোয়াই মারমা সঠিক জবাব না দিয়ে ভোটার নিবন্ধন কাজ চলমান রয়েছে বলে জানান।

দ্বিতীয় পরিপত্রে মৌজা প্রধান (হেডম্যান) এর সনদ নেওয়ার কথা বলা হয়েছে। গুইমারা উপজেলার কযেকটি মৌজার হেডম্যানকেও নিয়মিত পাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বড়ইতলী মৌজার বাসিন্দা দুলাল হোসেন বলেন আমরা আমাদের হেডম্যানকে পাইনা। যার কারনে ভোগান্তিতে পড়েছি। হেডম্যান সব উপজাতী হওয়ায় আমরা বৈষম্যের স্বীকার হতে হয়। অনুরোপ ভোগান্তিতে পড়েছে ২০৯ নং বড়পিলাক ও ২২৭ নং হাফছড়ি মৌজার বাঙালী বাসিন্দারা।

উল্লেখ্য স্হায়ী বাসিন্দা সনদ নিতে কমপক্ষে একমাস সময় লেগে যায়।কোন ক্ষেত্রে আরো বেশী সময় নিতে হয়। জমির কাগজ না থাকলে মং রাজা স্হায়ী বাসিন্দা সনদ দেননা।

গুইমারাসহ পুরো জেলাব্যাপী ভোটার হালনাগাদ ও নতুন ভোটা নিবন্ধন বিষয়টি সহজী করনের লক্ষে পরিপত্রের ৩ ও ৪ ক্রমিক বাদ দিতে রাজনৈতিকদল ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে পত্র প্রেরণ ও স্মারকলিপি প্রদান করেছে।

নির্বাচন কমিশনের পরিপত্রের কারণে বাঙ্গালী নতুন ভোটারগন নিবন্ধন করতে পারছনা বলে যে অভিয়োগ তার বিষয়ে জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র দাস বলেন, ভোটার নিবন্ধন সহজী করনের জন্য গত ২৩ জানুয়ারী বিশেষ এলাকা হিসেবে ভোটার হালনাগাদ সহজী করনে আরেকটি পরিপত্র জারী করে নির্বাচন কমিশন সেখানে আংশিক সহজীকরণ করার কথা বলা হলেও স্হানীয় মৌজা প্রধানের( হেডম্যান) সনদের কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ