• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
লামায় ১৫ দিনের ব্যবধানে ফের ২০ শ্রমিককে অপহরণ বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবাসহ দুজনের যাবজ্জীবন বান্দরবানে সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব – পলাশ ধর লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন রামগড়ে যুব রেড ক্রিসেন্টের সমন্বয় সভা অনু্ষ্ঠিত  রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ১ বান্দরবানের সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরে এসেছে কুকি চিনের তান্ডবে ঘরছাড়া গ্রামবাসীরা মানিকছড়িতে কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কাপ্তাইয়ে ক্রিকেট ট্যালেন্ট হান্ট দ্বিতীয় পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত রাষ্ট্রীয় সন্মানে বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের চিরবিদায় রামগড় ৪৩ বিজিবির অভিযানে  ভারতীয় সিগারেটের ফিল্টার জব্দ

লামায় জাতীয় ভোটার দিবস পালন

ডি এস মানিক, লামা প্রতিনিধি: / ২৪৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় পালিত হয়েছে ৫ম জাতীয় ভোটার দিবস।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২ মার্চ) সকালে লামা উপজেলা পরিষদ সামনে এক র‌্যালীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। র‍্যালীতে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, লামা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক সহ প্রমূখ।

বক্তারা সঠিক সময়ে সকলকে ভোটার হওয়ার পাশাপাশি জরুরী কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের জন্য আহবান জানান। আলোচনা সভার শেষে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমে সংযুক্ত হওয়া ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। অতিথিরা ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা সকলের সহযোগিতায় রোহিঙ্গা নাগরিক বাদ দিয়ে স্বচ্ছ ও সুন্দর একটি ভোটার তালিকা করতে সক্ষম হয়েছি। নতুন হালনাগাদ হওয়া তালিকা মতে লামা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৭৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৫৭৮ জন, মহিলা ভোটার ৩৮ হাজার ৪৯৯ জন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ