"ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় পালিত হয়েছে ৫ম জাতীয় ভোটার দিবস।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২ মার্চ) সকালে লামা উপজেলা পরিষদ সামনে এক র্যালীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। র্যালীতে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, লামা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক সহ প্রমূখ।
বক্তারা সঠিক সময়ে সকলকে ভোটার হওয়ার পাশাপাশি জরুরী কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের জন্য আহবান জানান। আলোচনা সভার শেষে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমে সংযুক্ত হওয়া ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। অতিথিরা ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা সকলের সহযোগিতায় রোহিঙ্গা নাগরিক বাদ দিয়ে স্বচ্ছ ও সুন্দর একটি ভোটার তালিকা করতে সক্ষম হয়েছি। নতুন হালনাগাদ হওয়া তালিকা মতে লামা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৭৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৫৭৮ জন, মহিলা ভোটার ৩৮ হাজার ৪৯৯ জন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত