• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মোংলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প বেলকুচি উপজেলা নির্বাচনে উড়োজাহাজ প্রতিকে আবারও ভোট চান সফল ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ রামগড়ে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা খাগাড়ছড়িতে শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণ করলো খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে ২ জন  এবং  ভাইস চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার কাপ্তাই বিএসপিআই এ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয় লামা পৌরসভার মেয়রের পক্ষ থেকে তীব্র গরমে জনসাধারণের মাঝে পানি বিতরণ রাজস্থলীতে “সর্বজনীন পেনশন স্কিম” সম্প্রর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যানজট মুক্ত গুইমারা বাজার স্বস্তিতে ক্রেতা বিক্রেতা ও সাধারন মানুষ সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

হ্যাপী করিম (মহেশখালী) কক্সবাজার: / ২৩৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

কালারমারছড়া উত্তর নলবিলায় বিয়ের দাবীতে ৮দিন ধরে কাউসার (২৫) নামে এক যুবকের বাড়িতে এক সন্তানের জননী প্রেমিকার অনশনের খবর পাওয়া গেছে।

গত ২৫ শে জুলাই রবিবার থেকে মহেশখালী উপজেলার কালারমারছড়া  ইউনিয়নে প্রেমিক কাউছারের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই নারী। প্রেমিকার উপস্থিতি’টের পেয়ে বসতঘর গা-ঢাকা দিয়েছে প্রেমিক কাউছার’সহ তার পরিবারের সদস্যরা।

প্রেমিক কাউছার মহেশখালী উপজেলার মহেশখালী  থানার কালারমারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শফিউল আলম ছেলে। প্রেমিকা নারী কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া বাসিন্দা বলে জানা গেছে। তার আগে বিয়ে হয়েছিল এবং স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। ওই পক্ষে তার ৫ বছর বয়সী এক সন্তান রয়েছে।

ভুক্তভোগী নারী জানান, দুই বছর আগে কাউছার সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব হলেও কিছুদিন পরে সম্পর্ক প্রেমে গড়ায়। প্রেমের সূত্র ধরে প্রেমিক সিএনজি চালক কাউছার তার এলাকার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। স সময় তারা স্বামী-স্ত্রীর মতো একই রুমে রাত্রী যাপন করতেন। প্রেমিক কাউছার চট্টগ্রামের তার বাসায় গিয়ে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন।

এমনিভাবে কেটে যায় দুই বছর। মাঝে মধ্যে প্রেমিক কাউছার মা শাকের বেগমের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হতো। কাউছার বিয়ের প্রতিশ্রুতি দেন। গত মাসে মোবাইল ফোনে কাউছার সঙ্গে ঝগড়া বাঁধলে তাদের সম্পর্কের কিছুটা অবনতি হয়। ঝগড়ার জের ধরে প্রেমিক কাউছার তাদের অন্তরঙ্গ মুহূর্তের প্রেম জীবনের কলহ শুরু হয়। এর মধ্যেও তাদের দুজনের নিয়মিত যোগাযোগ হতো।

তিনি আরও অভিযোগ করেন, গত কয়েকদিন আগে প্রেমিক কাউছার নিজে বাড়িতে বিয়ের দাবি নিয়ে প্রেমিক কাউছার বাড়িতে অবস্থান নিতে বলে, গ্রামবাসীরা তাকে স্থানীয় ইউপি মহিলা সদস্য ইসমত আরা বাড়িতে তার জিম্মায় রাখেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম জানান, ওই নারী বিয়ের দাবি নিয়ে যুবক কাউছার বাড়িতে অবস্থান নিলে কাউছারের পরিবারের সদস্যরা ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান। পরে গ্রামবাসী নারীর নিরাপত্তার জন্য তার জিম্মায় দেন। বিয়ের আশ্বাসে ৮দিন ওই নারী তার হেফাজতে আছেন।

ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, এ বিষয়টি আমার জানা নাই।

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ওই নারীর অবস্থান নেওয়ার খবর পায়েছি, বিষয়টি এএসআই আনিস তদন্তদিন রয়েছে, মেয়ে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ