রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার উৎপত্তিস্থল শ্রী শ্রী দুর্গামাতা মন্দির
ভারতীয় অতিথিবৃন্দ পরিদর্শন করেন।
১৪৮০ খ্রিস্টাব্দে রাজা কংস নারায়ণ রায় বাহাদুর ১ম শারদীয় দুর্গোৎসবের প্রচলন করেছিলেন।
সোমবার দুপুরে ঐতিহাসিক শ্রী শ্রী দূর্গামাতা মন্দির পরিদর্শন ও মন্দিরে পূজা অর্চণা করেছেন রাজশাহীতে সফররত ভারতীয় অতিথিবৃন্দ।
এ উপলক্ষে তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সার্বিক সহযোগিতায় দুর্গামাতা মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় অতিথিদের হাতে অষ্টধাতুর দুর্গাপ্রতিমা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল, ফ্রেন্ডস অব বাংলাদেশের (ইন্ডিয়া চ্যাপ্টার) সহ-সভাপতি সত্যম রায় চৌধুরী ও রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক এসএম সামছুল আরেফীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, তাহেরপুর
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ,অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল বিকেল ৩ টায় তাহেরপুর শেখ রাসেল পৌর অডিটোরিয়াম যান। বিকেল ৪ টায় অডিটোরিয়ামে অতিথিবৃন্দ সাংস্কৃতিক মিলনমেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।