মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা, যশোর, প্রতিনিধি
যশোরের শার্শায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতি উপর নির্মমভাবে গণহত্যা চালিয়েছিল। তাই আজ আমরা নিহতদের স্মরণে গণহত্যা দিবস দিবস পালন করছি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার প্রমুখ।