অদ্য ১লা জানুয়ারী ২০২১ খ্রীষ্টাব্দ সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রামগড় উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কেক কাটার মধ্য দিয়ে ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কেক কাটা ও পরবর্তীতে আলোচনা অনুষ্ঠিত হয়।খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ- সভাপতি ও রামগড় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক, জেলা বি এন পি,খাগড়াছড়ি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং (খাগড়াছড়ি) আসনে বি এন পি মনোনীত প্রার্থী মো: শহীদুল ইসলাম ভূ্ঁইয়া।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও রামগড় পৌর ছাত্রদলের আহ্বায়ক মো: আব্দুর রহিম (বিশাল)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বি এন পি’র সহ সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী বাবলু, জেলা বি এন পি’র সদস্য ও পৌর বি এন পি’র সিনিয়র সহ সভাপতি মোতাহের হোসেন মিলন,জেলা বি এন পি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা বি এন পি’র সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম,উপজেলা বি এন পি’র যুগ্ম সম্পাদক মহীউদ্দিন হারুন,উপজেলা বি এন পি’র সহ সভাপতি মজিবুল হক মজু,সহ সভাপতি গিয়াস উদ্দিন,বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ মোহাম্মদ উল্লাহ সম্রাট, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,এতে উপজেলা,পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।