• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
মোংলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প বেলকুচি উপজেলা নির্বাচনে উড়োজাহাজ প্রতিকে আবারও ভোট চান সফল ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ রামগড়ে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা খাগাড়ছড়িতে শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণ করলো খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে ২ জন  এবং  ভাইস চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার কাপ্তাই বিএসপিআই এ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয় লামা পৌরসভার মেয়রের পক্ষ থেকে তীব্র গরমে জনসাধারণের মাঝে পানি বিতরণ রাজস্থলীতে “সর্বজনীন পেনশন স্কিম” সম্প্রর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যানজট মুক্ত গুইমারা বাজার স্বস্তিতে ক্রেতা বিক্রেতা ও সাধারন মানুষ সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭ বছেরর শিশু আরিফ’কে বাঁচাতে মানবিক সাহায্যের এগিয়ে আসুন

হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (মহেশখালী) কক্সবাজার: / ১৩৮ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের উত্তর খোন্দকারপাড়ার অসহায় জেলে সাইফুল ইসলামের পুত্র ছবির এই প্রাণচঞ্চল, সদা হাস্যোজ্জ্বল, সদ্য ৭ বছরের শিশু আরিফুর ইসলাম ছেলেটিই ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এক পা এক পা করে। জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন তার একটি কিডনিই ড্যামেজের দ্বারপ্রান্তে।
একটি সুবাসিত ফুল যা কিনা পূর্ণ প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে পড়তে চলেছে। ভাবতেই মনটা বিষন্নতায় ভার হয়ে যায়। দুই বোন ও দুই ভাইয়ে মধ্যে আরিফ দ্বিতীয় সন্তান। সন্তানের এই অবস্থাতে মা-বাবা জীবিত অবস্থায় কিভাবে সহ্য করে তা হয়তো আমাদের অনুভূতি দিয়ে সবাই বুঝতে পারি।

সম্ভবত পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তুটিই হচ্ছে পিতার কাধে সন্তানের লাশ। সন্তানের মৃত মুখ দেখার চাইতে মৃত্যুবরণ করাটা সব পিতামাতাই কামনা করেন। টাকার অভাবে এখন কক্সবাজারে চিকিৎসা নেওয়ার জন্য অবস্থান করছে।

আরিফুল ইসলামের পিতা পেশা জেলে, মা গৃহীত নুন আনতে পান্তা ফুরায় তাদের সংসারে, পিতা সাইফুল ইসলাম জানান..

তাদের পরিবারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি আরিফুল ইসলাম কিডনি ডোনার প্রাপ্তি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি ঔষধ সেবন ও আনুষাঙ্গিক ব্যয় বাবদ প্রতি মাসে ১৫-২০ হাজার টাকা সেটা কম করে হলেও তিন-চার বছর ডাক্তার চালিয়ে নিতে হবে জানান। এত টাকা আরিফ মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য অসম্ভব বৈ আর কিছু নয়। এরইমধ্যে আরিফ এর ঘনিষ্ঠ আত্মীয় ও এলাকাবাসী, পাড়াপড়শিদের প্রচেষ্টায় আরিফ চিকিৎসা নেওয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়, বর্তমানে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বাকিটা এখনো বহু দূরের পথ। আমার পূর্ববর্তী কথায় আপনারা সবাই তা বুঝতে পেরেছেন। আরিফের একজন আপনজন হিসেবে আমি সমাজের বিত্তশালী, জনপ্রতিনিধি, সরকারি/বেসরকারি চাকুরে, প্রবাসী ভাই-বোন সবার কাছে ফরিয়াদ জানাচ্ছি আসুন আমাদের সবার প্রচেষ্টায় একটি সুন্দর ফুলকে পরিপূর্ণভাবে ফুটতে সাহায্য করি।

হয়তো আমাদের অল্প অল্প দান/ অনুদান মহান আল্লাহর রহমতে আরিফুল ইসলামের মা-বাবার বুকটাকে শান্ত করে দিতে পারে। আল্লাহ আপনাদের হয়তো এই মহতি কাজের উত্তম বিনিময় দান করবেন। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে এই শিশু ছেলেটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসি।

পরিশেষে সবার কাছে এই আবেদন আমাদের সবাইকে পারস্পরিক ভাতৃত্ব বোধে উদ্ধুদ্ধ করে এই যুদ্ধে সামিল হওয়ার সুযোগ করে দেন এবং সকলের আপদ-বিপদ, বালা-মছিব্বত থেকে আল্লাহ হেফাজত করেন। কারণ উনিই সর্বোত্তম হেফাজতকারী।

আপনাদের যেকোনো দান/ অনুদানের জন্য বিকাশ করুন নিম্নোক্ত নাম্বারে: 01890-659617 পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ