শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

রামগড়ে ওয়ারেন্টভুক্ত আসামী আটক এসআই সামছুল আমিনের প্রচেষ্টায়

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০ জন পড়েছেন

খাগড়াছড়ির রামগড় উপজেলার এক সময়ের আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী গুন,গুম,দর্শন চাঁদাবাজি সহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আবদুল মজিদ প্রকাশ অদু ডাকাতকে পুলিশের বিশেষ অভিযানে ২০ বছর পর চট্টগ্রামের খুলশী এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃত আসামী রামগড় উপজেলার ১নং ইউনিয়ন লামকু পাড়া এলাকার মৃত নাজির আহমেদ এর ছেলে।

১৩ই ফেব্রুয়ারি ২০২৩ রবিবার রাত ১ঘটিকায় খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল এর সার্বিক দিক নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত )মোঃফখরুল ইসলাম এর তত্ত্বাবধানে রামগড় থানার উপপরিদর্শক (এসআই)মোঃ সামছুল আমিন,কাজী জাকারিয়া,সংগীয় ফোর্স তথ্য প্রযুক্তিগতভাবে চট্টগ্রাম মহানগর খুলশী থানাধীন দামপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে জিআর ১৬১, ২০০২ধারা, আইন শৃংখলা বিঘ্ন, অপরাধ( দ্রত বিচার)আইন ২০০২এর ৪(১)এর সাজা(০৫) বছরের সস্রম কারাদণ্ড ৫হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত, জিআর ১৬২,২০০২এসটি ৯৫,২০০৩,রামগড় থানা মামলা নং ০৫ তাং২৬/০২ ধারা ১৯৭৮সালের অস্ত্র আইন১৯( এ)এফ)এর গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী আব্দুল মজিদ প্রকাশ অদু কে চট্টগ্রাম খুলশী থানাধীন দামপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
রামগড় থানার উপপরিদর্শক (এসআই ) মোহাম্মদ সামছুল আমিন জানান, আসামীর বিরুদ্ধে ১টি দ্রুত বিচার আইন মামলার সাজা পরোয়ানা এবং ১টি অস্ত্র মামলা সহ মোট ২টি মামলার গ্রেপ্তারী পরোয়ানা ছিলো,টানা ৫ মাস তথ্য কালেকশন করে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মজিদ প্রকাশ অদু ডাকাত কে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com