• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে আনারসের পথসভা প্রচার প্রচারণায় গণজোয়ারের সৃষ্টি ডা. শাহিনের প্রচেষ্টায় খুলনা বিভাগে প্রথম মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৃষ্টির প্রত্যাশায় গোয়ালন্দে ইস্তেস্কা নামাজ আদায় লামায় চাঁদা আদায়কালে অস্ত্র সহ যুবক আটক বাঙ্গালহালিয়াতে সুধীর বিশ্বাসের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি নরসিংদী হতে  আটক বাংলাদেশের অনগ্রসর ত্রিপুরা জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে বাত্রিকস- হিরন জয় ত্রিপুরা পেনশন স্কিমে সুবিধাভোগীর সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে মানিকছড়ি প্রশাসন মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন করায় অর্ধ লাখ টাকা জরিমানা বান্দরবানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

মহেশখালী হাসপাতালে অপুর্ণ নবজাতকের জন্য NSU ও KMC বিভাগ উদ্বোধন ও নিয়মিত সভা অনুষ্টিত

হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (মহেশখালী) কক্সবাজার: / ২২৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

দ্বীপ অঞ্চল মহেশখালী উপজেলায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ ও সকল শ্রেণি-পেশার মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার আরো এক নতুন দিগন্তের সূচনা হয়েছে।

২৭ নভেম্বর রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সভা শুরুর পূর্বে নবজাতক শিশুদের NSU ও KMC উপরোক্ত সেবা ইউনিটের শুভ উদ্বোধন করেন।

এসময় চিকিৎসক ও রোগিদের সাথে আলাপকালে তিনি বলেন…দীর্ঘ প্রতিক্ষার পর মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় এই নতুন দিগন্তের সূচনায়  পাবলিক হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এনজিও মহেশখালী হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা প্রদানে অগ্রনী ভূমিকা পালনে প্রত্যন্ত অঞ্চলে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে যথাযথ চিকিৎসাসেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন।

পর হাসপাতাল কতৃপক্ষের আয়োজনে সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি এর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল কাসেম এর সঞ্চলনায় মাসিক সভায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সাবেক সিভিল সার্জন ও পিএইচডি টিম লিড়ার ডাঃ পুচুনু, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, কুতুবজোম ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, সার্জন ডাঃ রানা দে, সার্জন ডাঃ আব্দুল মন্নান, সহকারী সার্জন ডাঃ আয়েশা ফারহানা, ডাঃ সাবেরা সোলতানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দিদারুল ইসলাম, এনজিও প্রতিনিধি তানজিনা তানজিল, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাংবাদিক জাহেদ সরওয়ার, এম বশির উল্লাহ, আবু বক্কর প্রমূখ।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবাসহ সকল ক্ষেত্রে আন্তরিক। কোন রোগী স্বাস্থ্য সেবা নিতে এসে যেন ফিরে না যায়, সেদিকে সকল ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্ববান জানান।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ