• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ডা. শাহিনের প্রচেষ্টায় খুলনা বিভাগে প্রথম মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৃষ্টির প্রত্যাশায় গোয়ালন্দে ইস্তেস্কা নামাজ আদায় লামায় চাঁদা আদায়কালে অস্ত্র সহ যুবক আটক বাঙ্গালহালিয়াতে সুধীর বিশ্বাসের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি নরসিংদী হতে  আটক বাংলাদেশের অনগ্রসর ত্রিপুরা জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে বাত্রিকস- হিরন জয় ত্রিপুরা পেনশন স্কিমে সুবিধাভোগীর সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে মানিকছড়ি প্রশাসন মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন করায় অর্ধ লাখ টাকা জরিমানা বান্দরবানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় কাপ্তাইয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

রাজারহাটে ধর্মসভায় সোনালী ব্যাংক কর্মকর্তা পলাশ চন্দ্রের মৃত্যু

আনিসুর রহমান, রাজারহাট প্রতিনিধি: / ১৪৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় সনাতন ধর্মের এক অনুষ্ঠানে ধর্মীয় বক্তব্য দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসের প্রধান কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল(৩৭)।

শনিবার ২২ জানুয়ারি রাতে রাজারহাট আদর্শ বি এল উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মের এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি বক্তব্য প্রদানকালে আকস্মিক ভাবে পড়ে যান। পরে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে বলেন, মূলত ঘটনাস্থলেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

সোনালী ব্যাংক কুড়িগ্রামের প্রধান শাখা সূত্রে জানা যায়, ধর্মীয় পারদর্শিতার কারণে তিনি ব্যাংক কর্মকর্তা হলেও বিভিন্ন সনাতন ধর্মের অনুষ্ঠানে ডাক পেতেন, রাজারহাটেও তিনি আমন্ত্রণ পেয়েছিলেন এবং বক্তব্য প্রদানকালে তার মৃত্যু হয়।

নিহত পলাশ চন্দ্রের(৩৭) নিজ বাড়ী লালমনিহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকায় এবং বিবাহসূত্রে তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বসবাস করতেন বিবাহিত জীবনে তিনি একটি কন্যা সন্তানের জনক ছিলেন। নিহতের চাচাতো ভাই মৃদুল জানান, পলাশ চন্দ্রের আগে থেকেই হার্টের সমস্যা ছিল, হঠাৎ এই মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কুড়িগ্রাম সোনালী ব্যাংকের ডিজিএম-ইনচার্জ ওয়াহেদুন্নবি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাশ চন্দ্র মন্ডল একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন এবং সফলতার সাথে তিনি ব্যাংকে কর্মরত ছিলেন, তিনি ব্যাংক কর্মকর্তা হওয়ার পরেও ধর্মীয় অনুষ্ঠানে ডাক পেতেন বক্তব্য প্রদানের জন্য, তার আকস্মিক মৃত্যুতে সোনালী ব্যাংক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ