• রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
লংগদুতে সন্তু গ্রুপ কর্তৃক ইউপিডিএফ সদস্যসহ ২ জনকে গুলি করে হত্যার নিন্দা ও প্রতিবাদ-ইউপিডিএফ রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত-২ কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বম গ্রেপ্তার মানিকছড়িতে নবনির্বাচিত জনপ্রতিনিধি সংবর্ধনা দীঘিনালায় ইউনিয়ন পরিষদ কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত কাপ্তাইয়ে পুলিশ এর অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার  রাজস্থলী  উপজেলা পরিষদ নির্বাচন: ভোটারের  দোয়ারে দোয়ারে ছুটছেন প্রার্থীরা, চাইছেন দোয়া উপজেলা পরিষদ নির্বাচন: লামায় শেষমুহুর্তে জমে উঠেছে ভোটের লড়াই মহেশখালীতে জেলেদের ৫৬ দিন বন্ধে সচেতনতামূলক সভা ও স্মার্ট কার্ড বিতরণ চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ৩০ লিটার  চোলাইমদ সহ দুই মাদক ব্যবসায়ী আটক  কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন: তাপদাহ উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটার দোয়ারে দোয়ারে  খাগড়াছড়িতে সার্বজনীন পেনশন স্কীম নিবন্ধনে শীর্ষে মাটিরাঙা

রাজারহাটে ধর্মসভায় সোনালী ব্যাংক কর্মকর্তা পলাশ চন্দ্রের মৃত্যু

আনিসুর রহমান, রাজারহাট প্রতিনিধি: / ১৪৭ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় সনাতন ধর্মের এক অনুষ্ঠানে ধর্মীয় বক্তব্য দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসের প্রধান কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল(৩৭)।

শনিবার ২২ জানুয়ারি রাতে রাজারহাট আদর্শ বি এল উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মের এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি বক্তব্য প্রদানকালে আকস্মিক ভাবে পড়ে যান। পরে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে বলেন, মূলত ঘটনাস্থলেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

সোনালী ব্যাংক কুড়িগ্রামের প্রধান শাখা সূত্রে জানা যায়, ধর্মীয় পারদর্শিতার কারণে তিনি ব্যাংক কর্মকর্তা হলেও বিভিন্ন সনাতন ধর্মের অনুষ্ঠানে ডাক পেতেন, রাজারহাটেও তিনি আমন্ত্রণ পেয়েছিলেন এবং বক্তব্য প্রদানকালে তার মৃত্যু হয়।

নিহত পলাশ চন্দ্রের(৩৭) নিজ বাড়ী লালমনিহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকায় এবং বিবাহসূত্রে তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বসবাস করতেন বিবাহিত জীবনে তিনি একটি কন্যা সন্তানের জনক ছিলেন। নিহতের চাচাতো ভাই মৃদুল জানান, পলাশ চন্দ্রের আগে থেকেই হার্টের সমস্যা ছিল, হঠাৎ এই মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কুড়িগ্রাম সোনালী ব্যাংকের ডিজিএম-ইনচার্জ ওয়াহেদুন্নবি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাশ চন্দ্র মন্ডল একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন এবং সফলতার সাথে তিনি ব্যাংকে কর্মরত ছিলেন, তিনি ব্যাংক কর্মকর্তা হওয়ার পরেও ধর্মীয় অনুষ্ঠানে ডাক পেতেন বক্তব্য প্রদানের জন্য, তার আকস্মিক মৃত্যুতে সোনালী ব্যাংক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ