• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে আনারসের পথসভা প্রচার প্রচারণায় গণজোয়ারের সৃষ্টি ডা. শাহিনের প্রচেষ্টায় খুলনা বিভাগে প্রথম মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৃষ্টির প্রত্যাশায় গোয়ালন্দে ইস্তেস্কা নামাজ আদায় লামায় চাঁদা আদায়কালে অস্ত্র সহ যুবক আটক বাঙ্গালহালিয়াতে সুধীর বিশ্বাসের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি নরসিংদী হতে  আটক বাংলাদেশের অনগ্রসর ত্রিপুরা জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে বাত্রিকস- হিরন জয় ত্রিপুরা পেনশন স্কিমে সুবিধাভোগীর সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে মানিকছড়ি প্রশাসন মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন করায় অর্ধ লাখ টাকা জরিমানা বান্দরবানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

মানিকছড়িতে চেয়ারম্যান প্রার্থীসহ ২২ জনের মনোনয়ন প্রত্যাহার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- / ৩৭৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে খাগড়াছড়ির মানিকছড়িতে এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, ১ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও ১৯ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিনা ভোটে এক চেয়ারম্যান ও ৯ জন সাধারণ সদস্য জনপ্রতিনিধি হতে যাচ্ছেন।

উপজেলার ৩ ইউপি’র নির্বাচনে গত ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে ৩ জন দলীয় (নৌকা), ২ জন বিদ্রোহী ও ২ জন স্বতন্ত্র প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ৯৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ৩০ জনসহ মোট ১৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইপর্বে ১ জন সাধারণ সদস্য পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

সোমবার (৬ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের একজন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, ১ জন সংরক্ষিত ও ১৯ জন সাধারণ সদস্য প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে মানিকছড়ি ইউপিতে নৌকা প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, বিদ্রোহী হিসেবে দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য যোগ্য মারমা ও স্বতন্ত্র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জামাল উদ্দনি মৃদা (হাতপাখা)। ২নং বাটনাতলী ইউপিতে নৌকা প্রতীকে-মো. আবদুর রহিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মংসাপ্রু মারমা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৪নং তিনটহরী ইউপিতে বিদ্রোহী প্রার্থী এসএম আনোয়ার হোসেন ভূইঁয়া মনোনয়ন প্রত্যাহার করায় বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।

সাধারণ সদস্য পদে মানিকছড়ি ইউপিতে ৩৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরা হলেন, ৫নং ওয়ার্ডে মো. কামাল হোসেন, ৬নং ওয়ার্ডে মো. আবদুর রহিম ও মো. ফারুক মিয়া এবং ৯নং ওয়ার্ডে মাওলানা আবদুল মচজদ নিজামী। এখানে সংরক্ষিত সদস্য প্রার্থী ১৩ জন।

২নং বাটনাতলী ইউপিতে ২৯ জন সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ৭ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরা হলেন, ৪নং ওয়ার্ডে মো. কামাল হোসেন, ৫নং ওয়ার্ডে মোহাম্মদ সুরুজ মিয়া, ৬নং ওয়ার্ডে মো. আবদুল করিম ও মো. সামছুল ইসলাম, ৭নং ওয়ার্ডে মো. হানিফ মিয়া, ৮নং ওয়ার্ডে লাব্রেচাই মারমা, ৯নং ওয়ার্ডে বরেন্দ্র ত্রিপুরা। এখানে সংরক্ষিত সদস্য প্রার্থী ৭ জন।

৪নং তিনটহরী ইউপিতে ৩১জন সাধারণ সদস্য প্রার্থী ৮জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরা হলেন, ৪নং ওয়ার্ডে মো. রমজান হোসেন, মো. আবদুল করিম, মো. ফারুক হোসেন, আলী আশ্রাফ, ৭নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, আবুল হাশেম ও ক্যজাই মারমা, ৯নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর হোসেন। সংরক্ষিত পদে মরিয়ম বেগম প্রত্যাহার করায় এখন প্রার্থী ৮ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন (সোমবার) একজন চেয়ারম্যান প্রার্থী এসএম আনোয়ার হোসেন ভূইঁয়া, একজন সংরক্ষিত মরিয়ম বেগম ও ১৯ জন সাধারণ সদস্য প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রার্থীত সকল প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ