• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডা. শাহিনের প্রচেষ্টায় খুলনা বিভাগে প্রথম মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৃষ্টির প্রত্যাশায় গোয়ালন্দে ইস্তেস্কা নামাজ আদায় লামায় চাঁদা আদায়কালে অস্ত্র সহ যুবক আটক বাঙ্গালহালিয়াতে সুধীর বিশ্বাসের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি নরসিংদী হতে  আটক বাংলাদেশের অনগ্রসর ত্রিপুরা জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে বাত্রিকস- হিরন জয় ত্রিপুরা পেনশন স্কিমে সুবিধাভোগীর সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে মানিকছড়ি প্রশাসন মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন করায় অর্ধ লাখ টাকা জরিমানা বান্দরবানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় কাপ্তাইয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

রামগড়ে দুই ইউনিয়নে নৌকা প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ৩২৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সদর ও পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃশাহ-আলম মজুমদার ও সাধারণ সম্পাদক ও (সাবেকচেয়ারম্যান) কাজী নুরুল আলম আলমগীর।

২৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ঘটিকার সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রামগড় উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার দেবাশীষ দাষের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন,জেলা আওয়ামীগের সদস্য শের আলী ভুঁইয়া,রামগড় পৌরসভার নব নির্বাচিত মেয়র রফিকুল আলম কামাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম জিকু, ৪নং পৌর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর আহসান উল্লা, সহ ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী কাজী নুরুল আলম আলমগীর ও শাহ-আলম মজুমদার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশের যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সেই উন্নয়নে”র স্রোতধারায় রামগড় উপজেলার সদর ও পাতাছড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন দুজনেই,সেই সাথে আগামী ২৬ ডিসেম্বর সদর ও পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে ইউনিয়নের সকল ভোটারদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন নৌকার মাঝি শাহ-আনম মজুমদার ও কাজী নুরুল আলম আলমগীর।

উল্লেখ্য,রামগড় সদর ইউনিয়ে চেয়ারম্যান পদে ৯জন,মেম্বার পদে ৩৬জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯জন ও ২নং পাতাছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন,মেম্বার পদে ২৯জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ