• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
৪ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০০ ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা মানিকছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার মানিকছড়িতে দরিদ্র জেলের মাঝে ছাগল বিতরণ মহেশখালীর নতুন এসিল্যান্ড মোহাম্মদ সাদাত হোসেন রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভা অনু্ষ্ঠিত  পানছড়িতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ কাপ্তাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ কাপ্তাইয়ের বিএসপিআই এর অধ্যক্ষ এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ রাঙামাটি বৈশাখী লোকজ নাট্য উৎসবে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর বাউল গান পরিবেশনায় মুগ্ধ দর্শক

রামগড়ে দুই ইউনিয়নে নৌকা প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ৪৮৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সদর ও পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃশাহ-আলম মজুমদার ও সাধারণ সম্পাদক ও (সাবেকচেয়ারম্যান) কাজী নুরুল আলম আলমগীর।

২৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ঘটিকার সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রামগড় উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার দেবাশীষ দাষের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন,জেলা আওয়ামীগের সদস্য শের আলী ভুঁইয়া,রামগড় পৌরসভার নব নির্বাচিত মেয়র রফিকুল আলম কামাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম জিকু, ৪নং পৌর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর আহসান উল্লা, সহ ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী কাজী নুরুল আলম আলমগীর ও শাহ-আলম মজুমদার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশের যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সেই উন্নয়নে”র স্রোতধারায় রামগড় উপজেলার সদর ও পাতাছড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন দুজনেই,সেই সাথে আগামী ২৬ ডিসেম্বর সদর ও পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে ইউনিয়নের সকল ভোটারদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন নৌকার মাঝি শাহ-আনম মজুমদার ও কাজী নুরুল আলম আলমগীর।

উল্লেখ্য,রামগড় সদর ইউনিয়ে চেয়ারম্যান পদে ৯জন,মেম্বার পদে ৩৬জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯জন ও ২নং পাতাছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন,মেম্বার পদে ২৯জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ