• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩১ দফা নিয়ে মহালছড়িতে কেন্দ্রীয় ছাত্রদলের আগমন নেত্রকোনায় মানবকল্যাণ কামনা করে সূর্য পূজা উদযাপন রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বহুল কাঙ্খিত “সাঙ্গু বিলাস ছাত্রাবাস” উদ্বোধন করলেন -ব্রিগেডয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাঙামাটিতে বিশেষ অভিযানে রাইফেল, ম্যাগাজিন এবং গোলাবারুদ উদ্ধার লংগদুতে জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বেড়াতে আসুন -পর্যটকদের জন্য মাসব্যাপী ছাড় আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়েছে – সাচিংপ্রু জেরী রাজস্থলীতে বিভিন্ন দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে গণ উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান

গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন সম্পন্ন: সিদ্দিক সভাপতি, খোকন সম্পাদক

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ প্রতিনিধিঃ / ৩৫৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

দীর্ঘ ১৮ বছর পর উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন সোমবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। এতে মো. ছিদ্দিক মিয়া সভাপতি ও মো. খোকন শেখ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন করা হয়। ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করা হয় মধ্যরাতে।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী মো. ছিদ্দিক মিয়া চেয়ার প্রতীক নিয়ে ১ হাজার ১১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোশারফ আহমেদ ছাতা প্রতীকে নিয়ে পান ৭৬৩ ভোট। সাধারন সম্পাদক পদে মো. খোকন শেখ মাছ প্রতীক নিয়ে পান ৯৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী গোলাম মাহবুবুর রাব্বানী মোরগ প্রতীক নিয়ে পান ৮৭৬ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, মো. জিয়াউল হাসান (জিয়া বাবু), মো. জিয়াউল হক (বাবলু), মো. মোবারক আলী বেপারী। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, মো. শহিদুল ইসলাম (শহিদ) ও ভরত চন্দ্র মন্ডল। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. আনিছুর রহমান (ইউনুছ), দপ্তর সম্পাদক পদে আব্দুল হালিম খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সাইফুর রহমান (পারভেজ), প্রচার সম্পাদক পদে মো. শাহিন শেখ, ধর্মীয় সম্পাদক পদে মো. আব্দুল আলীম এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ হানিফ, মো. জাহিদ সরদার, মেহেদী হাসান, মো. কাশেম সরদার ও পলাশ মৃধা।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ