ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় উপকারভোগীদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবি।
রোববার(৩ জুলাই) দুপুরের দিকে উপকারভোগীদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর পাটোয়ারী।
এসময় বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল, বেলছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার মো: আমির হোসেন ও বেলছড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি মো: ছিদ্দিকুর রহমান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
ঋণের টাকা ভোগ-বিলাসে ব্যয় না করে যথাযথ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এ টাকায় সক্ষমতা অর্জন করতে হবে। সক্ষমতা অর্জন করা না গেলে সরকারী উদ্যোগ ব্যর্থ হবে। তারা বলেন, জনবান্ধব এ সরকার আপনাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করছে। সরকারের সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে আর্থিক সক্ষমতা অর্জনসহ আর্থ-সামাজিক অবস্থার পরিবতনে ভুমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে বেলছড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির আওতাভুক্ত ১২জন ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ৫ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্র ঋন বিতরণ করা হয়।
এম/এস