মহেশখালী পৌরসভা এলাকায় বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শেষে বরযাত্রীসহ ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খাদ্যে ভেজাল থাকায় এমনটা হয় বলে নিশ্চিত করেন হাসপাতালের চিকিৎসক।
স্থানীয় সুত্রে যানা যায়, শুক্রবার দুপুরে পৌরসভার পুটিবিলা ইয়ার মোহাম্মদ পাড়ার মোহাম্মদ আমিন পুত্র জাহাঙ্গীর আলম সাথে বড় মহেশখালী জাগিরাঘোনা গ্রামের মোহাম্মদ সেলিম মেয়ের সাথে বিয়ের আয়োজন হয়। বিয়ে বাড়িতে বরপক্ষ আসার পর খাওয়া দাওয়া শুরু হয়। উভয় পক্ষের অধিকাংশ মানুষ এক সঙ্গে খেতে বসেন। খাওয়ার পর রাতেই অনেকের পেটে ব্যথা শুরু করে। এরপর পাতলা পায়খানা শুরু হয়। পরের রাত সাড়ে ৯টা থেকে এ পর্যন্ত ৪০ জনকে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা একটু সুস্থ দেখা দিলে হাসপাতালে থেকে অনেকেই বাড়ীতে প্রেরণ করা হয়, কারন দুর দুরান্ত থেকে আসা অতিথিদের, ভর্তি রয়েছে.. জসিম উদ্দিন, তাহেরা খাতুন, জান্নাতুল ফেরদৌস, খুরশিদা, মোহাম্মদ শফি, গিয়াস উদ্দিন, জুলেখা, নাছিমা,মকসুদ মিয়া, আরফাত হোসেন, জাগির হোসেন, সায়মা, রাজিয়া বেগম, ইসলাম খাতুন, রিয়া মনি’সহ আরো অনেকে।
বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ্য শেফা আক্তার(১৮) জানান, গত শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করি। পরে পেটে ব্যথা উঠে। রাতে পাতলা পায়কানা হওয়ার পর দুপুরে মহেশখালী হাসপাতালে ভর্তি হই। এছাড়া আমাদের সাথে যারা খেয়েছেন তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
মহেশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজুল হক জানান, বিয়ে বাড়ির অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের অনেকেই পেটের ব্যথা নিয়ে শুক্রবার রাত ৯টা থেকে পর্যন্ত ৪০ জন রোগী এ হাসপাতালে ভর্তি হন, সকলের চিকিৎসা চলছে।
এম/এস