নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার বনরূপায় একটি রেষ্টুরেন্টে রাত ৯.০০টায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলার সিনিয়র নেতৃবৃন্দরা।
এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান আলোকিত রাঙামাটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সিঃ যুগ্ন সম্পাদক জাবেদ মোহাম্মদ নূরকে।
মতবিনময় সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলার নব নির্বাচিত সভাপতি মোঃ শাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, সিঃ যুগ্ন সম্পাদক জাবেদ মোহাম্মদ নূর, দপ্তর সম্পাদক মোঃ হাবিব আজম, প্রচার সম্পাদক মোঃ হুমায়ন কবির, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলার নেতা মোঃ নাজিম আল হাসান, মোঃ তাজুল ইসলাম, মোঃ মামুনুর রশীদ মামুন, মোঃ বাকি বিল্লাহ্, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাঈন উদ্দিন, মোঃ সোলায়মান, মোঃ সাব্বির, মোঃ জাফর ইসলাম প্রমুখ।
উপস্থিত বক্তরা বলেন, পাহাড়ে আজ বাঙালী ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, ক্ষুদ্র নৃ গোষ্ঠীরা যেভাবে সরকারি বেসরকারি ভাবে সুযোগ সুবিধা পাচ্ছে বাঙালী ছাত্রছাত্রীরা তা পাচ্ছে না। তাই পাহাড়ের বাঙালী ছাত্রছাত্রীদের সকল ক্ষেত্রে সম-অধিকার দিতে হবে। সরকারের বিশেষ নজর দিতে হবে পাহাড়ে বাঙালী সহ পিছিয়ে পড়া সকল সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা যাতে নিতে পারে। পার্বত্য চট্টগ্রামে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার করে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইউপিডিএফকে নিষিদ্ধ করে সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।