• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মহেশখালীতে RB24 ফাউন্ডেশন কর্তৃক মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার খাগড়াছড়ি জেলা জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়িতে জামায়াত নেতৃবৃন্দের সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ এখনো অনিশ্চিত:  তবুও শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ রাঙ্গামাটিতে স্বাস্থ্যসেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান  পদ্মা যমুনায় নাব্যতা সংকটে বিপাকে জাহাজ চলাচল  রাঙামাটিতে কমলা চাষে সফল সুদত্ত চাকমা রামগতিতে জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত লংগদুতে মহিলা দলের বর্ধিত সভা

বিনামূল্যের দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দিলো আল-মু’মিন ব্লাড ব্যাংক

সাতক্ষীরা প্রতিনিধি: / ৪২৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২

সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পেইন করেছে আল-মু’মিন ব্লাড ব্যাংক। রবিবার (১৫ই মে) সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর পশ্চিম পাড়ায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে কামালনগর পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-মু’মিন ফাউন্ডেশন ও ব্লাড ব্যাংকের চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আর্তমানবতার সেবায় কাজ করে চলেছে আল-মু’মিন ফাউন্ডেশন ও ব্লাড ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকেই সাতক্ষীরাসহ আশেপাশের এলাকার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র গুলোতে মুমূর্ষ মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত রক্তদান করে চলেছে আমাদের আল-মু’মিন ব্লাড ব্যাংক।

তিনি আরও বলেন,আল-মু’মিন ব্লাড ব্যাংক শুধুমাত্র রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ নয় আমরা বিভিন্ন সময়ে অসহায় মূমূর্ষ রোগীদের চিকিৎসা সহায়তা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আমাদের এই ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে স্থানীয় দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করে দেওয়া হয়।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-মু’মিন ব্লাড ব্যাংকের এডমিন নাজমা আক্তার, সাবিকুন নাহার, মুশফিকুর রহমান রিজভি, মডারেটর শামীম বিশ্বাস, প্রিন্স রিপন, মুনিয়া সুলতানা ঋতু, সদস্য সাকিব হাসান, রনি খান, আলমগীর হোসেন, পারভেজ খান, আল-আমিন হোসেন ও তানজিদুর রহমান।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ