• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতি থেকে অবসর নিলেন সাবেক এমপি আলহাজ্ব মোঃ আবুল কাশেম সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহবান জানালেন ইউএনও মনজুর আলম দূর্গোপূজা উপলক্ষ্যে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে সহায়তা বান্দরবানে ডেঙ্গু সচেতনতা ও বিশেষ পরিষ্কার অভিযান নবীনগরে কুখ্যাত মাদক চোরাচালান কারী গ্রেফতার – ৪ খাগড়াছড়িতে প্রতিমা-পেন্ডেল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও আয়োজক কমিটি আওয়ামী অপশক্তি ষড়যন্ত্র শুরু করেছে : মাহবুবের রহমান শামীম আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম ও লামা উপজেলার সকল পূজা মন্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান  গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে মানববন্ধন দূর্গা পূজা, প্রবারণা পূর্ণিমা সুন্দর ভাবে অনুষ্ঠিত ও সমাপ্ত হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোল্লাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ইউ ও নো সাথে মতবিনিময়

রাস্তায় পেয়ে অসহায় বিধবাকে চিকিৎসা, খাদ্য সহায়তা ও ঘর নির্মাণ করে দিলেন জোন অধিনায়ক এ বি এম জাহিদুল করিম

লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক: / ২৫৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৮ মে, ২০২২

০৭ মে শনিবার সময় রাত ১২:০০ ঘটিকায় যামিনীপাড়া জোন অধিনায়ক লে: কর্ণেল এ বি এম জাহিদুল করিম তার স্কট গাড়ি নিয়ে একালার আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করার জন্য জোন সদর থেকে তাইন্দং ইউপির দিকে যাওয়ার পথে তবলছড়ি গৌরাঙ্গ পাড়া মোড়ে রাস্তার পাশে অসহায় এক মহিলাকে বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে দ্রুত নেমে মহিলার পাশে বসে খোঁজখবর নেন জোন কমান্ডার। কথাবার্তা বলে বুঝতে পারেন এই বিধবা মহিলার দেখাশুনা করার কেউ নেই, ঔসুধ ক্রয়ের নেই টাকা, অসহায় এই বিধবাকে ফার্মেসীতে নিয়ে ঔসুধপত্র ও খাদ্যসামগ্রী কিনে দেন, জোন অধিনায়ক খেয়াল করেন এই বিধবা অসহায় মহিলাটি এতোই দুর্বল যে নিজের পায়ে হেটে বাড়িতে যাওয়ার শক্তিটুকুই নেই,জোন কমান্ডারের নির্দেশে এক দৈনিক কোলেকরে বাড়িতে পৌঁছে দিতে গিয়ে দেখেন মাথাগোঁজার জন্য তার জীর্ণশীর্ণ ঘরটিতে থাকা জন্য কোনভাবেই উপযুক্ত নয়। গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প ও বঙ্গবন্ধু শতবর্ষ পালন উপলক্ষে প্রধানমন্ত্রী এতোএতো ঘর উউপহার দিলেও ভাগ্যের নির্মম পরিহাস-সমাজপতি আর জনপ্রতিনিধিদের চোখে পড়েনি এই অসহায় দুর্বল বিধবার মহিলার জীর্ণশীর্ণ ঘরটি? সকলের চোখের আড়াল হলেও মানবিক ও মমানবতার ফেরিওয়ালা ২৩ বিজির অধিনায়কের কোমল হৃদয় নাড়া দিয়েছে, তাইতো সকালবেলা জোন থেকে প্রতিনিধি পাঠিয়ে ঘর নির্মাণকাজের কি কি লাগবে খবর নেওয়ার জন্য,এর পরেই নির্মাণ সামগ্রী নিয়ে মিস্ত্রীসহ টিম পাঠিয়ে অসহায় বিধবা বাকী জীবন শান্তিতে ববসবাস করার জন্য সুন্দর একটি ঘর নির্মাণ করেদেন যামিনীপাড়া জোন অধিনায়ক লে: কর্ণেল এ বি এম জাহিদুল করিম।ঘর নির্মাণে সীমাবদ্ধ না থেকে অধিনায়কের নির্দেশে জোন সদরের এনে মেডিক্যাল টিম দিয়ে যাবতীয় পরিক্ষা নিরিক্ষা করে ঔসুধপত্র দেন, একইসাথে এই অসহায় বৃদ্ধা মহিলাকে পরবর্তীতেও চিকিৎসা ও খাদ্যসহায়তা দিবেন বলে ঘোষনা করেন জোন অধিনায়ক।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ