পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার, চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০১৪ ব্যাচ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মে ) বিকাল সাড়ে ৫ টায় এসএসসি-২০১৪ ব্যাচ এর বন্ধুদের মধ্যে মো. সুমন, হাবিব ও মো. জিহাদ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অত্র চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-১৪ ব্যাচ’র মো. আশ্রাফুল ইসলাম, মো.আক্তার হোসেন , মমিন ফরাজি, নিবির, ইলিয়াস, হাসান লিটন, সাইফুল, হাচান, নিবির হোসেন, ইলিয়াস, ইব্রাহিম, মাকসুদ, নোমান, ইব্রাহীম হিমু, সামছুদ্দিন, লিমন, গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম, আল- আমিন, হোসেন, মাকসুদ, ট্রুমেন, মাকসুদ, শাকিল, মামুন, হাছনাইন, আবু সাইদ,সাগর দে, পলাশ, ফিরোজ,সফিউল্লাহ, ফরহাদ সহ প্রমুখ। এ সময় সংক্ষিপ্ত এক আলোচনায় এসএসসি ২০১৪ ব্যাচের বন্ধুরা একত্রিত হয়ে নিজেদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি গরীব, দুঃখী, অসহায় মানুষের দাঁড়াবার প্রত্তয় ব্যাক্ত করেন। সবাই মিলে মিশে থেকে এবং আগামী দিনে সমাজে ভালো কিছু করার আহব্বান জানানো হয়। এবং বন্ধুরা একে অপরের পাশে সব সময় থাকবে বলে সাহস যুগিয়ে দেন। এরপর বিশেষ দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল বন্ধুদের নিয়ে ইফতার করা হয়।
এম/এস