লামা উপজেলায় টিসিবির “ভ্রাম্যমান ট্রাকসেল” কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে লামা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে টিসিবি’র এই ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম রোববার (২০ মার্চ) শুরু হয়।
রোববার সকালে লামা শহরের পৌর বাসটার্মিনালে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, লামা উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন ও লামা পৌরসভার কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, এই কার্যক্রমের আওতায় লামা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে সর্বমোট ১৯,৪২৬ জন উপকারভোগী টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল এর পণ্য পাবেন। ২০ মার্চ শুরু হওয়া প্রথম দফার কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ৩ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ‘উপকারভোগী’ পরিবারের মধ্যে প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল দেওয়া হবে। এছাড়া ২ কেজি করে ছোলা পাবেন ৫০ টাকা দরে।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে ইতিমধ্যে তালিকা প্রস্তুত কাজ সম্পন্ন হয়েছে। আমাদের তত্তাবধানে এই কার্যক্রম চলছে। অত্যান্ত স্বচ্ছতার সাথে এই কার্যক্রম করা হচ্ছে। প্রতিটি টিসিবির পণ্য বিক্রি কেন্দ্রে ট্যাগ অফিসার দিয়ে কার্যক্রম তদারকি তরা হচ্ছে।
এম/এস