• বুধবার, ০৮ মে ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আলীকদম উপজেলায় ভোট গ্রহণ শুরু আলীকদমে চেয়ারম্যান প্রার্থীর অশালীন বক্তব্যর প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন রাত পোহালেই ভোট চেয়ারম্যান পদ নির্ভার হলেও ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নির্বাচনে প্রভাব বিস্তারে রাঙামাটিতে ইউপিডিএফ (প্রসিতের) সশস্ত্র গ্রুপের আগমন প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রেস বিবৃতি দিলো বরকলের সন্তোষ চাকমা ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী কমিউটার ট্রেনের গতিরোধ পাহাড়খেকো আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ? কাপ্তাই সেনা জোনের উদ্যোগে চালু হল ”মানবতার দেওয়াল” কালবৈশাখীর ছোবলে মানিকছড়িতে ঘর-বাড়ি ভেঙে চুরমার বিদ্যুৎ লাইন বির্পযয় রামগড়ে বজ্রপাতে গংজ মার্মার মৃত্যু কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ড উপজেলা নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতাতে মরিয়া জেএসএস (সন্তু)

স্কুলে গিয়ে ফিরে আসেনি ৭ম শ্রেণির ছাত্রী পূর্ণিমা শীল, থানায় নিখোঁজ ডায়েরি

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ৪২০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৯ মার্চ, ২০২২

লামায় স্কুলে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি ৭ম শ্রেণির ছাত্রী পূর্ণিমা শীল (১৪)। গতকাল মঙ্গলবার সকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ স্কুল ছাত্রী পূর্ণিমা শীল হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ও হায়দারনাশী এলাকার সুজন শীল এর মেয়ে।

এদিকে আশপাশে ও স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার রাতে লামা থানায় পূর্ণিমা শীলের মা লাকী রাণী শীল নিখোঁজ ডায়েরি করেন।

নিখোঁজ ডায়েরি সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৮ মার্চ) সকাল অনুমান ৮টায় পূর্ণিমা শীল (১৪) বাড়ি হতে স্কুল ড্রেস পরে স্কুলের ব্যাগসহ স্কুলে যায়। স্কুল ছুটি হওয়ার পরেও মেয়ে বাড়ীতে ফেরত না আসায় স্কুল শিক্ষকসহ তাহার সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে আমার মেয়ের স্কুল শিক্ষকসহ সহপাঠীরা জানান, আমার মেয়ে স্কুলে যায় নাই। আমি ও আমার স্বামী আমার মেয়েকে আত্মীয় স্বজনের বাড়ীসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করি। কিন্তু আমার মেয়ের কোন সন্ধান পাই নাই। বর্তমানেও খোঁজাখুঁজি অব্যাহত আছে। মেয়েকে না পেয়ে আইনী সহায়তা পেয়ে ও ভবিষ্যতের জন্য অত্র থানায় নিখোঁজ ডায়েরি করি।

নিখোঁজের বর্ণনাঃ উচ্চতা অনুমান ৫ ফুট ১ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, পরণে ছিল-নেভী ব্লু স্কুল ড্রেস ও সাদা পায়জামা, চুলের রং-কালো, সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও চলিত কথা বলে। শারীরিক গঠন-চিকন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নিখোঁজ স্কুল ছাত্রীর মা লাকী রাণী শীল থানায় সাধারণ ডায়েরি করেছে। আমরা মেয়েটিকে খুঁজছি।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ