ঘটনাস্থল বান্দরবার রোয়াংছড়ি উপজেলার সাংঙ্গু নদীপথের ফাইস্সা ঝিড়ি এলাকায়। নিহত ৪ জন মগ লিবারেশন পার্টির সদস্য বলে ধারনা করা হচ্ছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী রোয়াংছড়ির নয়াপাড়া এলাকায় জনসংহতি সমিতির চাঁদা কালেক্টর উনুমং মারমাকে গুলি করে তার লাশ নিয়ে যায়। এ ঘটনার পর সন্ত্রাসীরা ইঞ্জিন বোট যোগে নদীপথে পালিয়ে যাওয়ার সময় ফাইস্সা ঝিড়ি এলাকায় পৌছলে আগে থেকে ওঠ পেতে থাকা সন্ত্রাসীরা ইঞ্জিন বোটে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়।
শনিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী আজ সকালে জানার পর সেখানে লাশ উদ্ধারে পুলিশের সেনাবাহিনীর সদস্যরা গিয়েছে। নদীর পাড়ে লাস্ট 4 টি পড়ে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনার পর ওই এলাকায় আশেপাশে তারা গুলোর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে আতঙ্কে এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় চলে গেছে।
স্থানীয়রা ধারণা করছেন যারা মারা গিয়েছেন তারা মগ লিবারেশন পার্টির সদস্য। দীর্ঘদিন থেকে বান্দরবানে আধিপাত্ত বিস্তার নিয়ে জেএসএস এর সাথে মগ লিবারেশন পার্টির মধ্যে দ্বন্দ সংঘাত চলে আসছে।
সাম্প্রতিক সময়ে উভয় পক্ষে সংঘাতে ৪ জন সহ ৩১ জন প্রাণ হারিয়েছে। ধারনা করা হচ্ছে এই দ্বন্দের জের ধরে শনিবার বিকেলে ৪ জনকে হত্যা করা হয়। তবে নিহত ৪ জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এম/এস