খাগড়াছড়ি বাজারে পঁচা মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দুই মাছ ব্যাবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(৩ মার্চ) সকালে পৌর শহরের মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা। এসময়, মো. তারা মিয়া নামে এক মাছ ব্যবসায়ীকে ৫হাজার টাকা ও চিংড়ি মাছে বিষাক্ত জেলী মেশিয়ে তা বিক্রির সময় মো. রিয়াজ নামে অপর এক ব্যাক্তিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা বলেন, পঁচা মাছ বিক্রি ও চিংড়ি মাছে বিষাক্ত জেলি মিশিয়ে তা বিক্রির অভিযোগে ২জন মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে তাদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এছাড়াও আসন্ন রমজান মাসে বাজার দর স্থিতিশীল রাখতে বাজার দর মনিটরিং করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এম/এস