মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন পাকা ঘর। রাঙামাটির নানিয়ারচরে এসব ঘর নির্মাণে জায়গা পরিদর্শন করছেন নবাগত ইউএনও।
বুধবার বিকালে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নে কিরণ বিন্দু চাকমার ঘরের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান।
এসময় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অফিসের নুরুল আলম, সুখেন চাকমা ও স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩য় ধাপে নানিয়ারচরে ঘর পাচ্ছে ১২টি পরিবার। উপজেলার ৪টি ইউনিয়নে ২লক্ষ ৪০হাজার টাকা বরাদ্দে (ক) শ্রেণীর এসব ঘর পাচ্ছে উপকারভোগীরা।
উল্লেখ্য, এর আগে নানিয়ারচরে ১ম ও ২য় ধাপে ৬১টি পরিবার পেয়েছে মুজিব বর্ষের ঘর। নির্মিত এসব ঘরসমূহের মধ্যে ১নং সাবেক্ষং ইউনিয়নে ৭টি, নানিয়ারচর ইউনিয়নে ২৩টি, বুড়িঘাট ইউনিয়নে ২১ ও ঘিলাছড়ি ইউনিয়নে ১০টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে উপকারভোগীদের মাঝে।