• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাতে পথে ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন- পুলিশ সুপার  খাগড়াছড়িতে পরিবেশ প্রকৃতিবান্ধব নিরাপদ চাষাবাদে  কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের- জান্নাতুল ফেরদৌসের বিদায় অনুষ্ঠিত বান্দরবানে ইমাম সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার কাপ্তাইয়ে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক অবহিতকরণ সভা কে এই অসহায় বৃদ্ধ : কাপ্তাই উপজেলা সদর হাসপাতাল চত্বরে নিদারুণ কষ্টে মানবতার জীবন যাপন করছেন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সোহেলকে চট্টগ্রামের লোহাগড়া হতে গ্রেফতার সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডারের সাথে সাংবাদিকদের মত বিনিময় মানিকছড়িতে হত দরিদ্র কৃষক রাকিবের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন জামায়াত নেতাকর্মীরা

লামায় রাবার সংগ্রহে বাঁধা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা / ৫১৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার লম্বাখোলা এলাকায় ৭৫ একর পাহাড়ের রাবার সংগ্রহে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি চুক্তিতে রাবার সংগ্রহে দায়িত্বে লোকজনকে মারধর, খুন করে লাশগুম, রাবার বাগান আগুন, টেপিং করা রাবার চুরি করে নিয়ে যাওয়া এবং বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য দিয়া মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। নিরুপায় হয়ে চুক্তিতে বাগান নেয়া রাবার চাষী মোঃ ইকবাল হোসাইন আইনী সহযোগীতা চেয়ে লামা থানায় সাধারণ ডায়েরি করেছে। জিডি নং- ১৯, তারিখ- ০১ মার্চ ২০২২ইং।

লামা থানায় করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিন সিটি এলাকার পল্টন শান্তিনগর-১২১৭ চামেলীবাগ এলাকার মোস্তফা মাহমুদ ও ফারহানা মোস্তফা মালিকানাধীন লামা উপজেলার সরই ইউনিয়নের ৩০৩নং ডলুছড়ি মৌজার রাবার হোল্ডিং ১১, ১০ ও ১৩ এ মোট ৩টি হোল্ডিংয়ে ৭৫ একর সৃজিত রাবার বাগান গত ০১ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ হইতে তিন বছর মেয়াদে তিন লক্ষ টাকা অগ্রীম প্রদান করে ভাড়া নেয় সরই লম্বাখোলা এলাকার মোঃ ইকবাল হোসাইন ও মোঃ মাইনুদ্দিন। চুক্তি অনুযায়ী মোঃ ইকবাল হোসাইন ও মোঃ মাইনুদ্দিন রাবার বাগানে রাবার গাছ কাটা টেপার খরচ, কীটনাশক ও জঙ্গল কাটা সহ রাবার টেপিং করে আসছে।

গত ১লা মার্চ ২০২২ইং সকাল ৮টায় লম্বাখোলা এলাকাস্থ মোস্তফা মাহমুদের রাবার বাগানে ভাড়া চুক্তি অনুযায়ী রাবার টেপিং এর কাজ করার সময় গিয়াস উদ্দিন (৫২), পিতা- নজির আহাম্মদ, সাং- বুড়াবন্যা আন্দারী জামালপুর, আনোয়ার হোসেন (৩২) ও দেলোয়ার হোসেন (৩০), উভয়পিতা- মৃত ফজর আলী, সাং- লম্বাখোলা বিবাদীরা আমাদের দেখতে পেয়ে অহেতুক গালি-গালাজ ও মারধর করার জন্য হাঁকাবকা করে। আমরা বিবাদীগণকে কারণ জিজ্ঞাস করলে বিবাদীগণ উত্তেজিত হয়ে আমাদেরকে খুন ও জখমের হুমকি দেয়। উক্ত বিবাদীগণ আমাদেরকে উল্লেখিত রাবার বাগানে অর্থাৎ ঘটনাস্থলে দেখিলে মারধর, খুন করে লাশগুম, রাবার বাগানে আগুন দেয়া, টেপিং করা রাবার চুরি করে নিয়ে যাওয়া ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য দিয়া মিথ্যা মামলায় জড়াইয়া দিবে বলে হুমকি দেয়। এমতাবস্থায় আমি ও আমরা বিবাদীগণের এহেন কর্মকান্ড, প্রাণ নাশের হুমকির স্বীকার হইয়া ও জান-মালের নিরাপত্তাহীনতায় বিবাদীগণের বিরুদ্ধে লামা থানায় সাধারণ ডায়েরী করি।

অপর রাবার চাষী মোঃ মাইনুদ্দিন বলেন, প্রতিকারের আশায় বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী উল্টো আমাদের মুঠোফোনে অশালীন ভাষায় গালমন্দ করে। পরে জানতে পারি বিবাদীরা তার অনুগত লোকজন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মোঃ ইকবাল হোসাইন এর আবেদনের প্রেক্ষিতে সাধারণ ডায়েরি নেয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণে সরই পুলিশ ফাঁড়িকে বলা হয়েছে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ