বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ৮ জন নতুন চিকিৎসকের যোগদান করেছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগে ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উর্ত্তীণ হয়ে লামা উপজেলা সদর হাসপাতালে যোগদান করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ ও ডাঃ রোবিন (আরএমও) যোগদানকৃত ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানকৃত ডাক্তাররা হলেন, ডাঃ মোঃ জুনায়েদ, ডাঃ ছলিমা খানম রুপা, ডাঃ বাঁধন দাশ, ডাঃ ফারজানা আলী, ডাঃ জেসমিন আক্তার, ডাঃ সাজিনাতুল মরুয়া, ডাঃ মোঃ শহীদুল ইসলাম ও ডাঃ আতিয়া সুলতানা লাকি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ জানান, করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপ, টিকা প্রদান সহ প্রাত্যহিক রোগীর চিকিৎসা সেবা দিতে এতদিন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ছিলনা। আশা করছি তাঁদের যোগদানের মধ্য দিয়ে এই সংকট দূরীভূত হবে এবং সেবার মান বাড়বে।