• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি বাজার একাদশ দলের জার্সি উন্মেচন অনুষ্ঠিত রোয়াংছড়ি সফরে নবাগত জেলা প্রশাসক বৈষম্যমূলক বদলি, লামার ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষুব্ধ লামায় পর্যটন বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে- জেলা পরিষদ চেয়ারম্যান দীঘিনালায় ভারতীয় চিনি জব্দ, আটক ২ দীঘিনালায় স্ত্রী’র পেটে লাথি মেরে গর্ভপাত, পাষান্ড স্বামী আটক সারে ছয় ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু খাগড়াছড়িতে এন্টিমাইক্রোরিয়াল রেজিস্ট্যান্স সমস্যা প্রতিকার ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত লংগদুতে জামায়তের ত্রান ও শীতবস্ত্র বিতরণ চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর শীতবস্ত্র বিতরণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রামগড় উপজেলা প্রশাসনের আলোচনা সভা

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ২৪১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

খাগড়াছড়ি জেলার রামগড়ে নানা কর্মসূচির মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ইং উদযাপন করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে রামগড় লেকস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.১মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর নেতৃত্বে পুষ্পমাল‍্য অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,রামগড় পৌরসভা,রামগড় উপজেলা আওয়ামীলীগ,রামগড় উপজেলা বি.এন.পি, রামগড় প্রেস ক্লাব, রামগড় উপজেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক দল,সরকারি -বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান,সহ সর্বস্তরের জনগন।

২১ ফেব্রুয়ারি সকাল ১১টার সময় রামগড় উপজেলা টাউন হল প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদের স্বরণে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চ‍ৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়,উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগড় পৌরসভার প‍্যানেল মেয়র ২ কাজী আবুল বসর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)উম্মে হাবিবা মজুমদার,রামগড় থানার (ওসি) মোঃ শামসুজ্জামান,উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, তথ্য অফিসার বেলায়েত হোসেন,রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার উদ্দিন,কৃষি সম্প্রসারণ অফিসার রাশেদ চৌধুরী,আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দিন,রামগড় সরকারি উচ্চ বিদ‍্যালয়ের (ভারপ্রাপ্ত )প্রধান শিক্ষক আব্দুল কাদের ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন,খাদ্য কর্মকর্তা আসাদ ভুঁইয়া,সমাজসেবা অফিসার আন্জুমান আরা আন্জুম,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মিসেস জান্নাতুল মাওয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন বাংলা ভাষা মানুষের প্রাণের ভাষা,এই ভাষায় মনের ভাব প্রকাশ করে অন্তরে প্রশান্তি পাওয়া যায়,দুঃখজনক হলেও সত্য যে ১৯৪৭ সালে দেশ ভাগের পর পাকিস্তানি শাসক গোষ্ঠী অন‍্যায়ভাবে বাংলাদেশের মানুষের মাতৃভাষার ওপর আঘাত এনেছিল,তারা বাংলাদেশের মাতৃভাষা কেঁড়ে নিতে চেয়েছিল,অন‍্য ভাষাকে বাংলাভাষী মানুষের উপর চাপিয়ে দিতে চেয়েছিল,তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রাজপথে তুমুল আন্দোলন গড়ে তুলেছিল,পাকিস্তানী শাসক গোষ্ঠীর দম্ভ অহংকার সেদিন এদেশের দামাল ছেলেরা বুকের তাঁজা রক্ত ঢেঁলে দিয়ে ১৯৫২ সালে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছে। এসময় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় সভায় রামগড় উপজেলার সরকারি,বেসরকারি সকল দপ্তরের পদস্থ কর্মকর্তা,শিক্ষক- শিক্ষার্থী,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ