খাগড়াছড়ি পাবর্ত্য জেলার রামগড়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইটভাটা চালু রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, ৩ ইটভাটার মালিককে। ১৬ ফেব্রুয়ারি বিকেলে রামগড় উপজেলা নির্বাহী অফিসার, রামগড় ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত মোবাইল কোর্টের পরিচালনা করে এই জরিমানা করেন।
ইটভাটাগুলো হচ্ছে নুরজাহান ব্রিকস, নুরুল ইসলাম ব্রিকস ও হাজেরা ব্রিকস, এর প্রত্যেককে ১ (এক) লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করেন করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান ইটভাটার মালিকরা হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইট ভাটা গুলোতে ইট পোড়ানো সহ শ্রমিকদের কাজ চলমান রেখে মহামান্য হাইকোর্টের নির্দেশকে হেয়প্রতিপন্ন করেন, তাই অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়,এবং আবারও পরবর্তী আদেশ না আশা পযর্ন্ত ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।