খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামছু বাজার এলাকায় অভিযান চালিয়ে সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছে বন বিভাগ। জব্দকৃত কাঠ বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।
উপজেলার গুইমারা বনবিভাগ সূত্রে জানা গেছে, গুইমারা রিজিয়নের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি সাব জোনের সেনাক্যাম্প কমান্ডার লে. মোঃ বারীর নেতৃত্বে বুধবার দুপুর ১টায় সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার রামছু বাজার এলাকায় এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা অবৈধ চার হাজার ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করে। উপজেলা বন কর্মকর্তা মোঃ আনোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।