• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মাইসছড়িতে আগুনে পুড়ে ২টি দোকান ও ১টি ঘর ছাই, উপজেলা বিএনপির আর্থিক সহযোগিতা প্রদান দীঘিনালায় অবৈধভাবে ফুটপাত দখলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দুপাড়া মা মগদ্বেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব সম্পন্ন খাগড়াছড়িতে বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবীতে শিক্ষকদের মানববন্ধন লামায় ৭ তামাক চাষীকে অপহরণ সাঙ্গু পত্রিকার সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার শীতবস্ত্র বিতরণ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলা বিকল্প নেই – ওয়াদুদ ভূঁইয়া কাকডাকা সকালে নির্ঘুম শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ালেন ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে ২৩ বিজিবি যামিনীপাড়া জোনের কম্বল বিতরণ শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিল দীঘিনালা সেনা জোন

ফরিদপুরে প্রেমঘটিত কারণে যুবক খুন, গ্রেফতার ২

কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে: / ২৭৬ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেমঘটিত কারণে দুর্বৃত্তদের হামলায় আহত হওয়া যুবক শাহেদ শেখ (১৯) নিহত হয়েছেন।
রোববার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শাহেদ শেখ আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের শেখ সাদির ছেলে।
আজ সোমবার তাকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় লাদেন (১৮) ও ইব্রাহিম (২০) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শাহেদ আলফাডাঙ্গা সদর থেকে বাড়ি ফিরছিলেন। পথে রায়ের পানাইল এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় রাতে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত নিহত শাহেদের স্বজন মো: লিটন খান।
এ ব্যাপারে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইনামুল হাসান বলেন, আলি আফজালের ছেলে লাদেন ও আলম মিয়ার ছেলে ইব্রাহিমের সাথে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকেই ঝামেলা ছিল। এ নিয়ে শাহেদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। প্রেমঘটিত বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে শুনেছি।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য জড়িতদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ