রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে ১ কেজি ১শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দৌলতদিয়া সামছু মাস্টারের পাড়া গ্রামের মৃত এনায়েত মল্লিকের ছেলে শহিদুল ইসরাম (৪৩) ও ঢাকা জেলার সাভার উপজেলার ঈশাখাঁবাদ গ্রামের সুধির রাজবংশীর ছেলে চিত্ত রাজবংশী।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্র জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে দৌলতদিয়া যৌনপল্লীর রুপা বাড়িওয়ালীর বাড়ির সামনে থেকে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে সোমবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।